ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

একসঙ্গে ৩ বাছুর প্রসব, চাঞ্চল্যের সৃষ্টি!

প্রকাশিত: ০২:১২, ১৫ নভেম্বর ২০২০

একসঙ্গে ৩ বাছুর প্রসব, চাঞ্চল্যের সৃষ্টি!

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি গাভী একসঙ্গে তিনটি বাছুর প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দেশি এ গাভী দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায় গাভী ও বাছুর তিনটির ছবি।

সুজন মিয়া নামে একজন বলেন, তিনমাস আগে গাভীটি ক্রয় করে আনা হয়। একজন কর্মচারী এটি লালন-পালন করেন। গাভীটি এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করায় সবাই  খুশি। তবে, প্রসবের কয়েক ঘণ্টা পর একটি বাছুর মারা যায়। 

বিশ্বনাথ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন জানান, শনিবার সকালে ফেসবুকে খবরটি দেখেছি। গাভী ও বাছুরগুলো দেখতে যাচ্ছি। এটি অস্বাভাবিক ঘটনাই বলতে হয়। সচরাচর এমনটি ঘটে না। ওই গাভীর তিনটি ডিম্বাণু হওয়ায় তিনটি বাছুর প্রসব করেছে। 

গাজীপুর কথা