ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

একনজরে নোবেল পুরস্কার ঘোষণার সময়সূচি

প্রকাশিত: ১৩:১৬, ৪ অক্টোবর ২০২০

একনজরে নোবেল পুরস্কার ঘোষণার সময়সূচি

পৃথিবীর সবচেয়ে সম্মানজনক একটি পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। প্রতিবছর সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি মোট ছয়টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়ে থাকে।

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ২০২০ সালের নোবেল পুরস্কার ঘোষণা। আর এই ঘোষণাটি সরাসরি দেখা যাবে www.nobelprize.org ওয়েবসাইটটিতে। নোবেল পুরস্কার কমিটির ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

একনজরে জেনে নেয়া যাক এবারের পুরস্কার ঘোষণার সময়সূচি-

চিকিৎসাবিজ্ঞান- ৫ অক্টোবর, সোমবার
পদার্থবিজ্ঞান- ৬ অক্টোবর, মঙ্গলবার
রসায়ন- ৭ অক্টোবর, বুধবার
সাহিত্য- ৮ অক্টোবর, বৃহস্পতিবার
শান্তি- ৯ অক্টোবর, শুক্রবার
অর্থনীতি- ১২ অক্টোবর, সোমবার।

উল্লেখ্য, চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির নোবেল ঘোষণা করা হয় সুইডেন থেকে। আর শান্তি নোবেল ঘোষণা করা হয় নরওয়ে থেকে। ১৯০১ সালে এটি প্রবর্তিত হওয়ার পর থেকে প্রতিবছর সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়ে থাকে।

গাজীপুর কথা