ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এক জোড়া জুতার দাম পাঁচ কোটি টাকা!

প্রকাশিত: ০৪:২২, ১৫ আগস্ট ২০২০

এক জোড়া জুতার দাম পাঁচ কোটি টাকা!

এক জোড়া স্নিকার্স জুতার দাম পাঁচ কোটি টাকা! দাম শুনেই নিশ্চয় চোখ কপালে উঠেছে। হ্যা, ছয় লাখ ১৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের পায়ের জুতা। যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি ২১ লাখ টাকার বেশি দাঁড়ায়।

বৃহস্পতিবার নিলামের মাধ্যমে ওই জোড়া স্নিকার্সের দাম ৫ কোটি ২১ লাখ টাকায় পৌঁছায়। এটি এক জোড়া স্নিকার্সের রেকর্ড দাম। জর্ডানের নামেই আগের রেকর্ডটিও ছিল। গত মে মাসে তার আরেক জোড়া ম্যাচ স্নিকার্স বিক্রি হয় ৫ লাখ ৬০ হাজার ডলারে।এ পর্যন্ত জর্ডানের ৯ জোড়া জুতা বিক্রি করা হয়েছে।

সংবাদ মাধ্যমের খবর, ১৯৮৫ সালে ইতালিতে একটি প্রীতি ম্যাচ খেলার সময় স্নিকার্সটি পরেন বাস্কেটবলের ইতিহাস সেরা খেলোয়াড় মাইকেল জর্ডান। সেই ম্যাচে জর্ডান একটি বল এতো জোরে ডাঙ্ক করেন যে, পেছনের গ্লাসের তৈরি বোর্ড বাজেভাবে ছিন্নভিন্ন হয়।

জর্ডান ও জর্ডান ব্র্যান্ড যৌথ বিবৃতিতে জানায়, জাতিগত বৈষম্য দূরীকরণ, সামাজিক বিচার, শিক্ষার অগ্রগতি নিশ্চিত করতে আগামী ১০ বছর জুতা বিক্রির টাকা ব্যবহৃত হবে। 

সূত্র-গালফ নিউজ। 

গাজীপুর কথা