ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইলিশের দাম কেজিতে ২শ’ টাকা কমেছে

প্রকাশিত: ০৫:৫০, ১০ জুলাই ২০২০

ইলিশের দাম কেজিতে ২শ’ টাকা কমেছে

রাজধানীর পাইকারি মাছের আড়তে কেজিতে ২শ’ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দর। জাটকা সংরক্ষণের সুফল হিসেবে বাজারে দেখা মিলছে বড় ইলিশ। সরবরাহ বাড়ায় দেশি এবং চাষের মাছের দামও কমেছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। ঈদের পর ইলিশ এবং অন্যান্য মাছের দাম আরো কমতে পারে বলে জানান আড়ৎদাররা।

রাজধানীর পাইকারি মাছের আড়ত শোয়ারিঘাট। ভোর থেকেই রুপালি ইলিশের সরব উপস্থিতি। ইলিশ ঘিরেই পাইকারদের হাঁকডাক।

আড়তদাররা বলছেন, জাটকা সংরক্ষণের কারণে বাজারে দেখা মিলছে বড় ইলিশের। এক থেকে দেড় কেজি ইলিশের দাম ২শ’ টাকা কমে বিক্রি হচ্ছে ১১শ’ থেকে ১২শ’ টাকায়। ৭শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাবে ৭শ’ থেকে ৮শ’ টাকায়।

বাজারে বেড়েছে অন্যান্য মাছের সরবরাহ। নদীর পানি কমতে থাকায় মাছের সরবরাহ আরো বাড়বে বলে জানান আড়তদাররা। ইলিশের সরবরাহ বাড়ায় অন্যান্য মাছের দামেও পড়েছে প্রভাব।

চাষের এবং নদীর মাছের দাম কেজিতে একশ টাকা পর্যন্ত কমে দেশি টেংরা ২৫০, রুই মাছ ১৮০, তেলাপিয়া ১৩০, এবং চাষের কৈ মাছ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

গাজীপুর কথা