ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইলিশের উৎপাদন ৮৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কৃষক সমিতির অভিনন্দন

প্রকাশিত: ১০:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২০

ইলিশের উৎপাদন ৮৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কৃষক সমিতির অভিনন্দন

দেশে গত এক দশকে ইলিশের উৎপাদন ৮৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মৎস্যজীবী, মৎস্য অধিদফতরসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতীয় কৃষক সমিতি।
বুধবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ ইলিশ উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তারা বলেন, নদ-নদীর নাব্যতা হ্রাস, পরিবেশ বিপর্যয়, নির্বিচারে জাটকা নিধন, মা মাছ আহরণের ফলে নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছিল। উৎপাদন কমে জাতীয় মাছ ইলিশ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যায়। ইলিশের বিচরণক্ষেত্র সংরক্ষণ, জাটকা নিধন বন্ধ, ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞাসহ নানা কর্মসূচী হাতে নেয়ায় গত এক দশকে ইলিশের উৎপাদন বেড়েছে ৮৪ শতাংশ।

গাজীপুর কথা

আরো পড়ুন