ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭২ স্থান থেকে আঁতশবাজী

প্রকাশিত: ০৬:০০, ২৩ জুন ২০২১

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭২ স্থান থেকে আঁতশবাজী

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম প্রহরে আজ বুধবার বরিশাল নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আঁতশবাজী প্রদর্শনের মাধ্যমে এর সূচনা হয়। 

পরে একটি ওয়ার্ডে দলের স্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর ৩০টি ওয়ার্ডে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার কর্মসূচী শুরু করে মহানগর আওয়ামী লীগ। 

নগরীর ৭২টি স্থান থেকে গতকাল মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে একযোগে আঁতশবাজ প্রদর্শন করা হয়। মধ্যরাতে কিছু সময়ের জন্য বরিশাল নগরীর আকাশ নানা রংয়ের আলোয় আলোকজ্জল হয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে আাঁতশবাজী উৎসব। শত শত আঁতশবাজী প্রদর্শন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মহানগর আওয়ামী লীগ। 
ঈশ্বরবসু রোডের পাশে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আফজালুল করিমসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও নানা কর্মসূচীর মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে মহানগর আওয়ামী লীগ

গাজীপুর কথা