ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আইইডিসিআরের হটলাইন ব্যস্ত রাখাই ছিল তার প্রধান কাজ

প্রকাশিত: ০৭:৪৭, ১৬ এপ্রিল ২০২০

আইইডিসিআরের হটলাইন ব্যস্ত রাখাই ছিল তার প্রধান কাজ

নওগাঁর মান্দা থেকে মেহেদী হাসান নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 
করোনাভাইরাসের বিষয়ে যোগাযোগ করতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেয়া হটলাইন নম্বরে বিনা কারণে ফোন দেয়ায় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ভালাইন ইউপির উত্তর ভালাইন গ্রামের বাড়ি তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এ ব্যাপারে মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, আইইডিসিআরের হটলাইন নম্বরে অকারণে ফোন দিয়ে নম্বরটি ব্যস্ত রাখায় ছিল মেহেদী হাসানের প্রধান কাজ। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর কথা

আরো পড়ুন