ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আবারো ইউরো জরিমানার কবলে জুভেন্টাস

প্রকাশিত: ১৮:২২, ৩১ মে ২০২৩

আবারো ইউরো জরিমানার কবলে জুভেন্টাস

ফাইল ছবি

চলতি মৌসুমে খুবই বাজে সময় যাচ্ছে জুভেন্টাসের। দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের কারণে তাদের ১২ পয়েন্ট কমিয়ে লিগ কর্তৃপক্ষ। এরপর এবার গুনল ৭ লাখ ১৮ হাজার ইউরো জরিমানা!

এর কারণে ইউরোপিয়ান সম্ভাব্য সকল প্রতিযোগিতা থেকে প্রায় ছিটকে গেছে দলটি। পয়েন্ট কাটার পরও ৫৯ পয়েন্ট নিয়ে সিরি আ’তে টেবিলের সাতে রয়েছে জুভেন্টাস। আরও একটি ম্যাচ হাতে রয়েছে তাদের। এই ম্যাচের পরে তারা আগামী মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। ইউরোপা লিগে জায়গা পাওয়ার সম্ভাবনাও টিকে আছে তাদের।

করোনা ভাইরাস মহামারির সময় জুভেন্টাস দাবি করেছিল ক্লাবটে সাহায্য করতে ২৩ জন খেলোয়াড় চার মাসের জন্য নিজেদের বেতন কমাতে রাজি হয়েছেন। কিন্তু পরবর্তীতে প্রসিকিউটররা বলেন, খেলোয়াড়রা মাত্র এক মাসের বেতন কমাতে রাজি হয়েছিলেন। 

মঙ্গলবার ক্লাবটি জানায় তারা ক্লাবের, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের ‘সর্বোত্তম স্বার্থে’ বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা আগামী মৌসুমের পরিকল্পনার দিকে মনোযোগ দিতে পারবে।