ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মেসিকে ঘরে ফেরাতে যা করছে বার্সা

প্রকাশিত: ১৮:১৪, ৩১ মে ২০২৩

মেসিকে ঘরে ফেরাতে যা করছে বার্সা

ছবি: সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। আগামী ৩০ জুন ফরাসিদের ডেরা ছাড়বেন তিনি। এরই মধ্যে তার নতুন গন্তব্য নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ঘরে ফেরাতে নতুন পন্থায় হাঁটছে কাতালান ক্লাব বার্সেলোনা।

মেসি যদি পিএসজি ছাড়েন, তাহলে সম্ভাব্য বেশ কিছু গন্তব্যের মধ্যে ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের এই ক্লাবের মাধ্যমেই মেসিকে নিতে চায় বার্সেলোনা। 

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বার্সেলোনা মেসিকে নিতে ইন্টার মিয়ামির সঙ্গে একটা চুক্তি করতে চাইছে। মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিয়ামি সই করালেও বার্সেলোনার চাওয়া, ধারে তিনি (মেসি) খেলবেন ক্লাবে। নিজেদের সামর্থ্য সীমিত থাকাতেই হয়তো এমনটা করতে চাইছে বার্সেলোনা। 

বর্তমানে পিএসজিতে প্রতি মৌসুমে ৪৩১ কোটি ৩১ লাখ টাকা বেতন পান, সপ্তাহের হিসাবে যা ৮ কোটি ২৯ লাখ টাকা। তবে বার্সায় ফিরলে এত বেশি বেতন তিনি পাবেন না। অর্থনৈতিক বিভিন্ন জটিলতায় ডুবে আছে কাতালানরা। অন্যদিকে আর্জেন্টিনার গণমাধ্যমে শোনা যাচ্ছে ভিন্ন কথা।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে ইন্টার মিয়ামি। বার্সেলোনার প্রস্তাবে ক্লাবটির (ইন্টার মিয়ামি) রাজি হওয়ার কোনো মানে নেই।

মেসির বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে গত কয়েক মাস ধরে। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুষ্ঠান বাদ দিয়ে গত রোববার আর্জেন্টাইন তারকা ফুটবলার গেছেন বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে। এই কনসার্টে ‘মেসি, মেসি’ স্লোগানে পরিবেশ মাতিয়ে তোলেন বার্সা ভক্তরা। 

তার আগে চলতি মৌসুমের লা লিগা জয়ের পর মেসিকে নিয়ে স্লোগান দিয়েছেন বার্সেলোনা ভক্তরা। ক্যাম্প ন্যূতে বার্সেলোনার ম্যাচে তো অহরহই দেখা গেছে মেসির নামে স্লোগান। তাছাড়া মেসির বার্সা সতীর্থ, কোচ জাভি হার্নান্দেজরা তো তাকে পুরোনো ক্লাবে বরণ করে নিতে রাজি। 

অন্যদিকে মেসির সৌদি আরবের ক্লাবে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। গত ৯ মে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন, মেসির সঙ্গে আল হিলালের ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তি হয়ে গেছে। পরে মেসির বাবা তা অস্বীকার করেছেন।