বুধবার ৩১ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০,  ০৯ জ্বিলকদ ১৪৪৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নেইমারকে যে ক্লাবে দেখতে চান পেতি

প্রকাশিত: ১২:৪৬, ২৬ মে ২০২৩

নেইমারকে যে ক্লাবে দেখতে চান পেতি

ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব ছাড়ছে মেসি। অন্যদিকে পিএসজিতে এমএনএম ত্রয়ী যে ভাঙছে। যদিও বিষয়টা অনেকটাই নিশ্চিত নয়। এদিকে পিএসজি ছাড়ার কথা ভাবছেন নেইমার। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর ছাপিয়েছে। বড় ক্লাবগুলোর অনেকেই ব্রাজিলিয়ান তারকাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছে। তালিকায় রয়েছে চেলসি ও আর্সেনাল।

নেইমার যদি পিএসজি ছাড়েন, তাহলে ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার এমানুয়েল পেতি তাকে আর্সেনালেই দেখতে চান। তার মতে, নেইমারের জন্যও আর্সেনালে যাওয়াটাই ভালো হবে। সেখানে তিনি ফুটবলটা উপভোগ করতে পারবেন।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেতি ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল ও চেলসিতে খেলেছেন। দুটি দলেই তিনটি করে মৌসুম কাটানো ফ্রান্সের সাবেক মিডফিল্ডার নেইমারকে আর্সেনালে যাওয়ার পরামর্শ দিয়ে রেখেছেন, ‘নেইমার যেকোনো বড় ক্লাবেই মানিয়ে নিতে পারবে। সে আর্সেনালে গেলে আমার ভালো লাগবে এবং আমি মনে করি, তারও ভালো লাগবে।’

পেতি কেন নেইমারকে আর্সেনালে দেখতে চাইছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি মনে করি, সে টেকনিক্যাল ফুটবল এবং আর্সেনালের ধরনটা পছন্দ করবে। সে নিজেকে অনেকটাই পরিণত করে তুলতে পেরেছে বলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করবে।