ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

যেকোনো মূল্যে মেসিকে রাখার নির্দেশ কাতারের

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ মার্চ ২০২৩

যেকোনো মূল্যে মেসিকে রাখার নির্দেশ কাতারের

লিওনেল মেসি

গত মৌসুমে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের জার্সি গায়ে জড়িয়ে নতুন এক অধ্যায়ের শুরু করেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শিরোপা জেতেন আর্জেন্টাইন এ তারকা ফুটবলার।

এদিকে মৌসুম শেষ না হতেই ফরাসি ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে লিওনেল মেসির। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, পিএসজি ছেড়ে পুরোনো ঠিকানায় ফিরতে পারেন মেসি। এজন্য তাকে তিন শর্তও জুড়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এছাড়াও ইতালি ক্লাব ইন্টার মিলান, আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল হেলালেও যেতে পারেন এলএম টেন!

তবে সব গুঞ্জনকে ছাপিয়ে যেকোনো মূল্যে লিওনেল মেসিকে ধরে রাখতে পিএসজিকে নির্দেশ দিয়েছে কাতার। 

মুন্ডো দেপোর্তিভোর বরাত দিয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ‘যেকোনো মূল্যে মেসিকে ধরে রাখতে কাতারের রাজধানী দোহা থেকে ক্লাবটির উর্ধ্বতন কর্মকর্তারা প্যারিসের ক্লাবটির সভাপতি আল-খেলাইফিকে নির্দেশ দিয়েছেন, সম্ভাব্য সব উপায়ে মেসির মেয়াদ বাড়াতে।’

মেসির ক্লাব পরিবর্তন নিয়ে আর্জেন্টাইন সাংবাদিক সার্জিও এ গঞ্জালেস জানিয়েছেন, প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে দলে ভেড়াতে চায় ইতালিয়ান জায়ান্টরা। যেখানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন নেরাজ্জুরিদের ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের জেনেত্তি। যিনি নিজেও একজন আর্জেন্টাইন।

এদিকে কঠিন তিন শর্ত মেনে মেসি বার্সায় ফিরবেন কিনা, তা হয়তো সময় বলে দিবে। তবে এতটুকু নিশ্চিত, দলবদলের বাজারে এখনও চাহিদার তুঙ্গে মেসি।

কিন্তু ঘরের ছেলেকে ফিরিয়ে আনতে কতটা প্রস্তুত বার্সা? প্রশ্নটা সামনে নিয়ে এসেছে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো। তাদের দাবি, পুরনো ঠিকানায় ফিরতে এলএমটেনকে কঠিন তিন শর্ত বেঁধে দিয়েছে হুয়ান লাপোর্তার বোর্ড।

মুন্দো দেপোর্তিভোর দাবি সত্যি হলে, মেসির বার্সায় ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ তৃতীয় শর্তের কারণে। বর্তমানে পিএসজিতে সপ্তাহে প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি পারিশ্রমিক পান লিও। বার্সায় আসলে তার চেয়ে কম বেতন নিতে হবে তাকে। লা লিগার বেতনসীমা সংক্রান্ত নীতি ও বার্সার অর্থনৈতিক দুরাবস্থায় এ শর্ত শিথিলের তেমন কোনো সম্ভাবনা নেই।