ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বর্ষসেরা ক্রিকেটার মেহেদী-এবাদত

প্রকাশিত: ২০:৩৪, ১৮ মার্চ ২০২৩

বর্ষসেরা ক্রিকেটার মেহেদী-এবাদত

ছবি: সংগৃহীত

গত বছর দুর্দান্ত কেটেছে বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের। চলতি বছরেও ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন তিনি।  আর এ কারণে সেরা পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন এ অফস্পিন অলরাউন্ডার।

২০২২ সালে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অনবদ্য ব্যাটিংয়ে সবাইকে চমকে দেন মিরাজ। চাপের মুখে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্বাদ পান এই অলরাউন্ডার। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার ১০০ রানের ইনিংসটিতে জিতেছেন সেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার। 

ক্রিকেট ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। 

পাশাপাশি বর্ষসেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন টাইগার পেসার এবাদত হোসেন। গত বছর নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে টেস্টে হারের স্বাদ দেয় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে সেই ঐতিহাসিক জয়ের মূল নায়ক এবাদত হোসেন। 

টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ৪৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।