ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এইচএসসিতে এ প্লাস পেলেন আরচ্যার দিয়া সিদ্দিকী

প্রকাশিত: ১৬:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩

এইচএসসিতে এ প্লাস পেলেন আরচ্যার দিয়া সিদ্দিকী

দিয়া সিদ্দিকী

বুধবার প্রকাশিত হয়েছে সবশেষ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল। যেখানে সর্বোচ্চ ফলাফল ‘এ প্লাস’ অর্জন করেছেন বাংলাদেশের নারী আরচ্যার দিয়া সিদ্দিকী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফলাফল জানিয়েছেন দিয়া নিজেই। বাংলাদেশি নারী আরচ্যারদের মধ্যে দিয়া নিজের ক্রীড়াক্ষেত্রে বেশ সফল।

২০২১ সালের ২৩শে মে রোমান সানার সঙ্গে ২০২১ সালের তীরন্দাজী বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দল বিভাগে রৌপ্যপদক জয় করেছিলেন দিয়া। যেখানে ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় বাংলাদেশ। এখন পর্যন্ত তীরন্দাজি বিশ্বকাপে এটি বাংলাদেশের সেরা ফলাফল।

নীলফামারী থেকে উঠে আসা এই তীরন্দাজ নিজের এইচএসসি পরীক্ষা দিয়েছেন ঢাকা বোর্ডের অধীনে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাভার শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন এই নারী আরচ্যার।