ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এইচএসসিতে উত্তীর্ণ হলেন ৪ নারী ফুটবলার

প্রকাশিত: ১৬:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩

এইচএসসিতে উত্তীর্ণ হলেন ৪ নারী ফুটবলার

এইচএসসিতে উত্তীর্ণ সাফ চ্যাম্পিয়নরা

এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন নারী ফুটবল ক্যাম্পের চারজন। তারা হলেন- রেহেনা, ঋতুপর্ণা চাকমা, আঁখি খাতুন ও শামসুন্নাহার। চার নারী ফুটবলারের মধ্যে শামসুন্নাহার ছাড়া বাকিরা পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। এইচএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তারা।

গত বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলেছেন তারা। আঁখি ও ঋতু পেয়েছেন ‘এ’ গ্রেড।
 
এই মুহূর্তে ঢাকায় চলছে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। সেই দলের রেহানাও ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, চারজনের মধ্যে ৪.৫৮ পয়েন্ট পেয়ে পাস করেছেন রেহেনা। ঋতু ও আঁখি পেয়েছেন ৪.৫০। শামসুন্নাহার পেয়েছেন ২.৫৮। ক্যাম্পের চার ফুটবলারের মধ্যে ঋতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। রেহেনা খেলেন অনূর্ধ্ব-২০ দলে।

নারী ফুটবলাররা বছরব্যাপীই বাফুফে ভবনের ক্যাম্পে থেকে অনুশীলন করেন। খেলা ও অনুশীলনের ফাঁকে ফাঁকে তারা লেখাপড়া করেন। মাঠে তারা যেমন ভালো ফুটবল খেলেন, তেমন ভালো পড়াশুনাতেও। খেলার ব্যস্ততার মাঝে পরীক্ষা দিয়ে পাস করে নিজেদের মেধার পরিচয়ও দিয়েছেন তারা।