ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ম্যাশের অনুপস্থিতির ম্যাচে তামিমদের লজ্জা থেকে বাঁচার সুযোগ

প্রকাশিত: ১০:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩

ম্যাশের অনুপস্থিতির ম্যাচে তামিমদের লজ্জা থেকে বাঁচার সুযোগ

নিজেদের শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামছেন তামিমরা। ফাইল ছবি

বিপিএলে বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ইনজুরিতে এ ম্যাচে মাশরাফীকে পাবে না সিলেট, খুলনায় থাকছেন না তামিম ইকবাল। শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করতে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই সুরমা পাড়ের সিলেটের। যেখানে তারুণ্যেই ভরসা ম্যানেজমেন্টের। অন্যদিকে আগেই আসর থেকে বিদায় নেয়া খুলনার লক্ষ্য জয় দিয়ে শেষটা রাঙানো। মিরপুরে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

বিপিএলের কাছে কিছুই আর পাওয়ার নেই খুলনার। তাই তো ম্যাচের আগের দিন ঘণ্টা দুয়েক অনুশীলনের প্রায় পুরোটাই ছিল ব্যক্তিগত আর রিকভারি সেশন। শেষ দুই ম্যাচে ইতিবাচক ফল সমীকরণ না পাল্টালেও রূপসা পাড়ের দলটিকে মুক্তি দেবে তলানির দল হয়ে টুর্নামেন্ট শেষ করার লজ্জা থেকে।

অন্যদিকে সিলেটের কাছে এ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। সেরা দুইয়ের লড়াইয়ে টিকে থাকতে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। মাশরাফীকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবুও ইতিবাচক ফলেই দৃষ্টি সিলেটের। এ সম্পর্কে সিলেট স্ট্রাইকার্সের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মাশরাফীর অবস্থার উন্নতি হচ্ছে। আমরাও ভালো খেলছি। একটা-দুটা ম্যাচ খারাপ হতেই পারে।’

সিলেটের বদলে যাওয়া রহস্যের নেপথ্যে ক্রিকেটারদের ফ্রি অ্যান্ড ফেয়ার খেলার লাইসেন্স তৌহিদ হৃদয়-শান্তরা যে কারণে ছড়াচ্ছে জ্যোতি। এ ম্যাচেও তাই স্পটলাইটে থাকছে দেশিরাই। নাফিস বলেন, ‘আমাদের খেলোয়াড়দের অনেক স্বাধীনতা দেয়া হয়েছে। টিমের পরিবেশটাও দারুণভাবে গড়ে উঠেছে। এটাই তরুণদের ভালো খেলতে সাহায্য করেছে।’