বুধবার  ২৯ মার্চ ২০২৩,   চৈত্র ১৪ ১৪২৯,  ০৭ রমজান ১৪৪৪

Gazipur Kotha | গাজীপুর কথা

‘এটা আমার ঘর, আমি ফিরবো’

প্রকাশিত: ২২:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩

‘এটা আমার ঘর, আমি ফিরবো’

ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা বরাবরই অন্যরকম। কাতালান ক্লাবটি যেমন মেসিকে দুই হাত ভরে দিয়েছে, তিনিও তেমন বার্সাকে দিয়েছেন সবটুকু উজাড় করে। মেসির উত্থানের সাক্ষী হয়ে আছে বার্সার প্রতিটা অংশ। তবে মেসি সেই বার্সেলোনা ছেড়েছিলেন একেবারে তিক্ত হয়ে, চোখের পানিতে।

বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন মেসি। সবকিছুর পরও বার্সার প্রতি তার টান কমেনি একটুও। এখনো নিজের প্রিয় ক্লাব বার্সেলোনাকেই হৃদয়ে লালন করছেন তিনি।

ডায়ারিও ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তিনি বার্সাতেই ফিরতে চান। এই আর্জেন্টাইন ফুটবলারের দাবি, বার্সেলোনা তার ঘর। সেই সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি যখন আমার ক্যারিয়ারে ইতি টানবো। আমি তখন বার্সেলোনা ফিরে আসবো, বাস করবো। এটা আমার ঘর।’