ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়ার দিনক্ষণ চূড়ান্ত

প্রকাশিত: ১০:১২, ২৫ জানুয়ারি ২০২৩

জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়ার দিনক্ষণ চূড়ান্ত

জাহিদ আহসান রাসেল (ফাইল ছবি)

আগামী ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হবে। এরই মধ্যে ৩০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা করেছে বিচারক প্যানেল। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ক্রিকেট সংগঠক হিসেবে নয়, জাতীয় ক্রীড়া পুরস্কারের বিচারক হিসেবে। চলতি বছরের এ পুরস্কারের জন্য মনোনীতদের একটি সংক্ষিপ্ত তালিকা করতে এসেছেন তিনি। বিসিবি সভাপতির মতো এ বৈঠকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজাসহ বিচারক প্যানেলের অনেক গুণী সংগঠক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এখন থেকে নিয়মিত জাতীয় ক্রীড়া পুরস্কার দেবে সরকার। গেল বছর ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আর মাত্র দুমাস পরই এপ্রিলে সম্মানজনক এ পুরস্কার দিবে মন্ত্রণালয়। এ সম্পের্কে জাহিদ আহসান রাসেল বলেন, ‘৬ এপ্রিল আমাদের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। মাননীয় প্রধানমন্ত্রী সময় দেয়ায় ওই দিন আমরা পুরস্কার দেব।’

অতীতে এ পুরস্কার যোগ্য লোকেরা পেয়েছেন কি না তা নিয়ে কম সমালোচনা হয়নি। এবার তা এড়াতেই কি না বিচার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনছে মন্ত্রণালয়। এরই মধ্যে বাদ দেয়া হয়েছে ৬ জনকে। নতুন নেয়া হয়েছে ৪ জনকে। কেটে-ছেঁটে বাদ দেয়ার পর ৩০ জনের মতো একটা সংক্ষিপ্ত তালিকা দাঁড় করেছে বিচারকরা। রাসেল বলেন, ‘সংক্ষিপ্ত তালিকায় ৩০ জনের নাম ছিল। সেখানে থেকে কয়েকজন বাদ পড়েছেন, নতুন নামও কয়েকটা এসেছে।’

এর আগে, গেলো বছর ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত এ আট বছরের জন্য ৮৫ ক্রীড়া ব্যক্তিত্বকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হয়।