ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

ব্রাজিলের আজকের ম্যাচ ফোনে দেখবেন যেভাবে

প্রকাশিত: ২১:৪৯, ২৪ নভেম্বর ২০২২

ব্রাজিলের আজকের ম্যাচ ফোনে দেখবেন যেভাবে

ফাইল ছবি

মিশন হেক্সা সফল করতে আজ কাতার বিশ্বকাপ মিশন শুরু করছে ব্রাজিল। সেলেসাওদের প্রথম প্রতিপক্ষ সার্বিয়া। আজ রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলে ইন্টারনেটের কল্যাণে ম্যাচটি দেখা যাবে বিনামূল্যে।

ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের ম্যাচগুলো বাংলাদেশের তিনটি চ্যানেলে দেখা যাবে। বরাবরের মতো এবারও খেলা দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং টি স্পোর্টসে দেখা যাবে। রেডিওতেও শোনা যাবে খেলার ধারাভাষ্য।

মোবাইলে র‍্যাবিটহোল অ্যাপের মাধ্যমে অনলাইনে বিশ্বকাপের খেলা দেখা যাবে। সেক্ষেত্রে রয়েছে সাবস্ক্রিপশন ফি। তবে খরচ বাদে খেলা দেখা যাবে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে।

মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখাবে সম্পূর্ণ বিনামূল্যে।

সার্বিয়ার পরে আগামী ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা।