ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বার্সেলোনার বিপক্ষে মাঠে থাকবেন না লুকাকু

প্রকাশিত: ১৭:০৫, ৪ অক্টোবর ২০২২

বার্সেলোনার বিপক্ষে মাঠে থাকবেন না লুকাকু

রোমেলু লুকাকু

ঊরুর চোটে গত অগাস্টের শেষ থেকে মাঠের বাইরে আছেন রোমেলু লুকাকু। স্পেনের দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বেলজিয়ান এই ফরোয়ার্ডের চোট পুরোপুরি সেরে ওঠেনি। তাই বার্সেলোনার বিপক্ষে খেলা হবে না দলের আক্রমণভাগের সেরাদের একজন লুকাকুর। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় সান সিরোয় মুখোমুখি হবে দুই দল। 

ঘরোয়া প্রতিযোগিতা লা লিগায় দারুণ ছন্দে থাকা বার্সেলোনা ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। অন্যদিকে, সেরি আয় ধুঁকছে ইন্টার; ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। 

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি তাই ইন্টারের জন্য চেনা চেহারায় ফেরার উপলক্ষও। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লুকাকুকে পাচ্ছে না তারা। 

ঊরুর চোটে ভোগা বেলজিয়ামের এই ফরোয়ার্ডকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না ইন্টার মিলান কোচ সিমোন ইনজাগি। তিনি জানিয়েছেন, লুকাকুর ঠিক হতে কমপক্ষে আরও এক সপ্তাহ লাগবে। 

লুকাকুর অনুপস্থিতিতে ইন্টারের আক্রমণভাগের ভার টেনে নেওয়ার দায়িত্ব উঠবে লাউতারো মার্তিনেস ও এদিন জেকোর কাঁধে। ২০২২-২৩ মৌসুমে দুজনে মিলে এখন পর্যন্ত ৫ গোল করেছেন।