ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্যারম দল

প্রকাশিত: ১৮:১০, ২ অক্টোবর ২০২২

মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্যারম দল

‘৮ম বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ দল

আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন আয়োজিত ‘৮ম বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ’ এ অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্যারম দল।

গতকাল দিন গত রাত একটার ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে মালোয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল। এর মধ্যে খেলোয়াড় ৮ জন ও ২ জন কর্মকর্তা। 

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারেরও দায়িত্ব পালন করবেন।

মালয়েশিয়ার লঙ্কাউইতে ১৭ দেশের প্রায় ২৫০ জন খেলোয়াড় নিয়ে আগামীকাল ৩ অক্টোবর শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। 
এ বিষয়ে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, আমরা ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিলাম। সেখান থেকে ৪ জন পুরুষ ও ৪ জন নারী খেলোয়াড় নিয়ে জাতীয় দল গঠন করা হয়েছে। 

তিনি আরো বলেন, আমরা একটা ভালো ফলাফল করতে চাই। আমাদের দলে আছেন ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ৫ম স্থান অধিকার করা হেমায়েত মোল্লা। আছেন হাফিজুর রহমান। 

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ।

অংশগ্রহণকারী বাংলাদেশ দল:

খেলোয়াড় পুরুষ: হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী রবিন, আবদুল খালেক।

খেলোয়াড় নারী: আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা, সাবিনা আক্তার।

অফিসিয়াল: আশরাফ আহমেদ লিয়ন(টিম ম্যানেজার), হাসনাইন ইমতিয়াজ শিহাব( অবজার্ভার)।