ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আমাদের লড়াইটা ভারতের সঙ্গে

প্রকাশিত: ২২:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২২

আমাদের লড়াইটা ভারতের সঙ্গে

নারী এশিয়া কাপ

১ অক্টোবর থেকে সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের আসর। উদ্বোধোনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ থ্যাইল্যান্ড। তবে থাইল্যান্ডকে নিয়ে আপাতত চিন্তার কিছু দেখছেন না নারী দলের হেড কোচ একেএম মাহমুদ ইমন। কোচের নজর ভারতের বিপক্ষে লড়াইয়ে।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার গণমাধ্যমে কথা বলেছেন প্রধান কোচ মাহমুদ ইমন। এসময় সাংবাদিকদের তিনি জানান, থাইল্যান্ড নয় বরং অন্য দলগুলোকে নিয়ে চিন্তা করছে তার দল। প্রত্যেক বিভাগে ভালো করার দিকেও এসময় জোর দিয়েছেন কোচ।

এ বিষয়ে ইমন বলেন, 'আমরা বাছাই পর্বে এই (থাইল্যান্ড) দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের দল আর যে পর্যায়ে আছে তাতে আমি মনে করি না থাইল্যান্ডকে নিয়ে ভাবতে হবে। আমরা এখন অন্য দলকে নিয়ে চিন্তা করছি। যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বিভাগে ভালো করতে হবে। আমাদের সাথে লড়াইটা হচ্ছে ভারতের। ওদের উন্নতিটা অনেক ভালো। আমরাও চাচ্ছি ওদের সঙ্গে তাল মিলিয়ে খেলতে, তাতে আমাদের দেশের ক্রিকেটটাই আগাবে।'

ইমন আরো যোগ করেন, 'প্রস্তুতি অনুযায়ী আমরা সেরা প্রস্তুতি নিয়ে এসেছি। টি-টোয়েন্টি সংস্করণে আমরা হোম ভেন্যুতে একটা জাতীয় ক্রিকেট লিগ শেষ করেছি, তারপর আবার আবুধাবিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছি। এছাড়া আবহাওয়া পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতিটা ভালো আছে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি আমাদের নতুন খেলোয়াড় যারা আছে তারাও প্রস্তুতি অনুযায়ী খেলতে পারলে ইন শা আল্লাহ আমরা ভাল কিছু করতে পারব।'