ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মালদ্বীপ লিগে খেলতে গেলেন সাবিনা খাতুন

প্রকাশিত: ১৫:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২২

মালদ্বীপ লিগে খেলতে গেলেন সাবিনা খাতুন

সাবিনা খাতুন

বাংলাদেশের সাফজয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপ লিগে খেলবেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন সাবিনা। তার সঙ্গী দলের আরেক ফুটবলার সুমাইয়া।

এর আগেও মালদ্বীপে খেলেছেন সাবিনা। বাংলাদেশের নারী দলের অধিনায়ক মালদ্বীপে নারী ফুটসাল লিগে খেলবেন। তবে এবার তার অভিজ্ঞতা কিছুটা ভিন্ন হবে। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে এবার খেলতে যাচ্ছেন সাবিনা।

এর আগে, সাফ টুর্নামেন্ট চলা অবস্থায় পাকিস্তানে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। সাবিনা বলেন, ‘নেপালে থাকা অবস্থায় আমাকে পাকিস্তান থেকে নক দেয়া হয়েছে। জানতে চেয়েছে সেখানে চ্যাম্পিয়নশিপ হলে যেতে পারব কি না। আমি বলেছি বিস্তারিত জানাতে। এরপর ফেডারেশনের সঙ্গে কথা বলে জানাব।’ তিনি আরও বলেন, ‘ওরা আমাকে বিস্তারিত জানালে আমি ফেডারেশনের সঙ্গে কথা বলব। যদি যেতে অনুমতি দেয়, তবেই খেলতে যাব।’

মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন বাংলাদেশের নারী দলের অধিনায়ক।