ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

প্রধানমন্ত্রীকে কেন নানু ডাকেন নারী ফুটবলাররা

প্রকাশিত: ১৩:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রীকে কেন নানু ডাকেন নারী ফুটবলাররা

নারী ফুটবলাররা

কেক কেটে প্রিয় নানু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। দীর্ঘদিন ধরে নারী ফুটবলকে সব ধরনের সহায়তা দেয়ার জন্য ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এ সময় ফুটবলাররা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। ভবিষ্যতেও প্রধানমন্ত্রী সব সময় নারী ফুটবলের পাশে থাকবেন বলে আশা সানজিদা-মারিয়াদের।

পৃথিবীর যে প্রান্তেই লাল-সবুজের মশাল জ্বলুক না কেন, প্রধানমন্ত্রীর সে খবর রাখা চাই-ই চাই। অবিরাম বাংলার নারী ফুটবলারদের সাফল্য যাত্রায় অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শক্ত হাতে দেশ পরিচালনার পাশাপাশি খেলাধুলার উন্নতিতে সব সময় সবার আগে এগিয়ে আসেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। ৭৬তম জন্মদিনে অফুরান ভালবাসা ও শুভেচ্ছায় তাকে সিক্ত করেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। দেশের সবার প্রধানমন্ত্রী হলেও এ ফুটবলারদের কাছে তিনি নানু। আগামীর পথচলায় প্রিয় নানুকে নিজেদের আদর্শ মানেন সাবিনা-মারিয়া মন্ডারা।

সানজিদা বলেন, 'প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক ভালোবাসেন। অনেক সাপোর্ট করেন। যখন আমরা ট্রফি নিয়ে আসি, উনি ওনার বাসায় আমাদের ইনভাইট করেন।'

মারিয়া মান্ডা বলেন, 'আমরা যখন অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন ওনার সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম। আমাদের সংবর্ধনা দিয়েছিলেন। তখন আমরা ওনাকে ম্যাডাম বলে ডাকলে, উনি বলেন, তোমাদের বয়সী আমার নাতি-নাতনি আছে। তোমরা আমাকে ম্যাডাম বলতেছ কেনো? আমাকে নানু/ দাদি, তোমাদের যা ইচ্ছা ডাকো। তো আমরা কেউ নানু ডাকি, কেউ দাদি ডাকে। আমি নানু ডাকি।'

তহুরা খাতুন বলেন, 'প্রত্যেকটা টুর্নামেন্ট যখন আমরা জিতি, কেউ দিক বা না দিক, উনি কিছু একটা দেনই।’

প্রধানমন্ত্রী তাদের পথচলায় সব সময় পাশে থাকবেন বলেও আশা নারী ফুটবলারদের। এ সময় তারা তার দীর্ঘায়ু কামনা করেন।

মারিয়া মান্ডা বলেন, ‘উনার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন দেশের জন্য, আর আমাদের যেভাবে সাপোর্ট দিচ্ছেন, সেভাবেই যেন দিয়ে যেতে পারেন এবং সুস্থ থাকেন।'

আঁখি আক্তারও প্রিয় নানুর জন্মদিনে শুভ কামনা জানিয়ে বললেন, 'উনি শুধু স্পোর্টস লাইনেই না বরং সবক্ষেত্রেই হচ্ছেন আমাদের আইকন।'

বাফুফেতে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছেন সাফজয়ী ফুটবলাররা। এ সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ উপস্থিত ছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণসহ অন্যরা।