ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দীর্ঘদিন পর দলে ফিরেই মুখ খুললেন সাব্বির

প্রকাশিত: ১৬:১৮, ১৪ আগস্ট ২০২২

দীর্ঘদিন পর দলে ফিরেই মুখ খুললেন সাব্বির

সাব্বির রহমান

এবার এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের ১৭ সদস্যের স্কোয়াডে সাব্বির রহমানের অন্তুর্ভুক্তি অনেকের কাছেই চমকের মতো। ক্রিকেট পাড়ায় এ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই।

সবশেষ বিপিএলে পারফরম্যান্স যাচ্ছেতাই। ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সংস্করণেও পারফরম্যান্স যাচ্ছেতাই। এরপরও ৩০ বছর বয়সী এক সময়ের আগ্রাসী ব্যাটসম্যান সাব্বির রহমানকে ফেরানো হলো  টি-টোয়েন্টি দলে। 

আর এই অন্তুর্ভুক্তির পর সাব্বির রহমান বলেন, এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত হতে পেরে ভালো লাগছে। আশানুরূপ পারফর্ম করতে পারলে এই ভালো লাগা আরও কয়েকগুণ বেড়ে যাবে।

তিনি আরো বলেন, অধিনায়ক সাকিব আল হাসান সাব্বিরের ওপর আস্থা রেখেছিলেন। আর এই আস্থা তার জন্য অনুপ্রেরণা। দলে ফিরেই সাকিব আল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাব্বির। কৃতজ্ঞতা প্রকাশ করলেন সংশ্লিষ্ট অন্যদের প্রতিও।

সাব্বির রহমানকে দলে নেয়ার ব্যাপারে সাকিব আল হাসানের কোনো চাহিদা ছিল কিনা- এ প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমাদের সবারই চাহিদা ছিল। আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি বলেই সাব্বিরকে দলে নেয়া হয়েছে।