
টাকা পাচ্ছে শ্রীলংকা
২৭ আগস্ট এবারের এশিয়া কাপের আসর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে খেলা অনিুষ্ঠিত হলেও আয়োজকের মর্যাদা পাচ্ছে শ্রীলংকাই। যার ফলে এ টুর্নামেন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ পাবে লংকান ক্রিকেট বোর্ড।
সম্প্রতি এমনই কথ্য দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
ইএসপিএনের প্রতিবেদন মতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে শ্রীলঙ্কা পাবে ৬.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণটা দাঁড়ায় প্রায় ৬১ কোটি ৬৩ লাখ ৩৯ হাজার। এর মধ্যে আছে আয়োজক স্বত্ব ফি, টিকিট বিক্রি ফি ও ৬ দলের অংশগ্রহণ ফি।
দেশের অভ্যন্তরীন পৃরিস্থিতি খারাপ না হলে শ্রীলংকা নিজেদের দেশে টুর্নামেন্ট আয়োজন করতো। আর এতে তাদের আয় আরও বেশি হতো বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি মোহন সিলভা।
তিনি বলেন, ‘আমরা এটা (এশিয়া কাপ) আয়োজন করতে পারলে অর্থনীতিতে তা দারুণ প্রভাব ফেলতো।’
অক্টোবরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে, যা অংশগ্রহণকারী ৬ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় অবদান রাখবে বলে বিশ্বাস এসিসির।
এবারের এশিয়া কাপে মোট ৬ দল অংশ নিচ্ছে। কোয়ালিফাই করা দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান।
অন্য দলটি হবে আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি দল। যেটি বাছাই খেলে টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।