ছবি- সংগৃহীত
চলতি মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তার আগেই পরিবর্তন আসলো বিসিসিআইয়ের নির্বাচক প্যানেলে।
নতুন নির্বাচক হলেন অজয় রাত্রা। সলিল আঙ্কোলার স্থলাভিষিক্ত হলেন তিনি। গতকাল মঙ্গলবার নির্বাচক কমিটিতে এ পরিবর্তনের তথ্য জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআই জানিয়েছে, 'জাতীয় নির্বাচক কমিটির অন্য সদস্যদের সঙ্গে এখন থেকে অজয় রাত্রাও দল নির্বাচনের দায়িত্ব সামলাবেন। আগামী দিনে বিশ্বমঞ্চে যে তরুণেরা ভারতীয় ক্রিকেটের প্রতিনিধিত্ব করবে, তাদের সঙ্গে কাজ করবেন রাত্রা।'
'আসাম, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় দলের সঙ্গেও অতীতে কাজ করেছেন। এই অভিজ্ঞতা তার নতুন ভূমিকায়ও সহায়ক হবে।'
এর আগে ভারত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন অজয়। খেলেছেন জাতীয় দলের হয়েও। সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারকে এ বার দেখা যাবে নতুন ভূমিকায়। অজিত আগরকরের নির্বাচক প্যানেলের সদস্য হলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ়ের দল নির্বাচন দিয়ে কাজ শুরু করবেন তিনি।