ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

এশিয়ান গেমসে ইমরানুরের স্বপ্নভঙ্গ

প্রকাশিত: ২৩:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে ইমরানুরের স্বপ্নভঙ্গ

এশিয়ান গেমসে ইমরানুরের স্বপ্নভঙ্গ

চীনের হাংজুতে এশিয়ান গেমসের পুরুষদের ১শ’ মিটার দৌড়ে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। প্রথম হিটে দশ দশমিক চার দুই সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ক্রীড়াবিদ। 

সেমিফাইনালে ওঠা ২৪ জন খেলোয়াড়ের তিনটি হিটে ভাগ করা হয়। প্রতি হিটে সর্বোচ্চ দুই জন ফাইনালে উঠতে পারবে। ইমরানুর নিজের প্রথম হিটে ষষ্ঠ হওয়ায় তার আর ফাইনালে ওঠা হয়নি। 

শুক্রবার প্রথম রাউন্ডে দশ দশমিক চার চার সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন বাংলাদেশের ইমরানুর রহমান।