ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

এশিয়ান গেমসের সেমিতে ইমরানুর

প্রকাশিত: ২৩:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসের সেমিতে ইমরানুর

এশিয়ান গেমসের সেমিতে ইমরানুর

এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে হিট ৫ এ অংশ নিয়েছিলেন ইমরানুর রহমান। নিজের হিটে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তিনি। তাতে সেমিফাইনালে উঠে গেছেন এই বাংলাদেশি অ্যাথলেট।

চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ৩৩ প্রতিযোগী। তাদের মধ্যে ১৭তম হয়েছেন ইমরানুর। ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে পাঁচ নাম্বার হিটে  ইমরান দৌড় শেষ করেন ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে। 

কিছুদিন আগে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের অনুমোদিত ইংল্যান্ডের একটি ঘরোয়া ইভেন্টে নিজের ব্যাক্তিগত সেরা অর্জনে সময় নিয়েছিলেন ১০.১১ সেকেন্ড।

নিয়মানুযায়ী পাঁচ হিটের সেরা চারজন করে মোট ২০ জনের সঙ্গে সর্বোচ্চ চার টাইমিংধারী খেলবেন সেমিফাইনালে। আগামীকাল শনিবার বিকেলে তিন হিটে সেমিফাইনালে লড়বেন ইমরান।