রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

সাকিবের পাশে দাঁড়িয়ে যা বললেন মিরাজ

প্রকাশিত: ২১:২১, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সাকিবের পাশে দাঁড়িয়ে যা বললেন মিরাজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকেই দ্যুতি ছড়িয়েছেন উঠতি পেসার তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে জয় তুলে নেয়া ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি। স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসেন এ ডানহাতি পেসার।

অভিষেক রাঙানো ম্যাচের পর থেকেই আলোচনার পাশাপাশি সমালোচনারও শিকার হন সাকিব। মূলত সামাজিক মাধ্যমে তার দেওয়া পুরোনো স্ট্যাটাসের কারণে বিতর্কের সৃষ্টি হয়।

সাকিবের দেওয়া পোস্টগুলোতে নারীদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মুহূর্তেই দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়। অবশ্য বিষয়টি নজরে আসতেই খতিয়ে দেখার আশ্বাস দেয় বিসিবি। সেই ধারাবাহিকতায় সাকিবকে ডেকে সতর্ক করে দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। একই সঙ্গে নিজের দেওয়া স্ট্যাটাসের জন্য ক্ষমাও চেয়েছেন এ তরুণ ক্রিকেটার।

এমন পরিস্থিতিতে তানজিমের পাশে দাঁড়ালেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ।’

 

মিরাজ লিখেছেন, ‘বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে।’

তিনি আরো লিখেছেন, ‘তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’

সাকিবকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে মিরাজ লিখেছেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভ কামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’