রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

হঠাৎ চমক দিলেন মেসি

প্রকাশিত: ২১:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩

হঠাৎ চমক দিলেন মেসি

ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) টরোন্টো এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। তার আগে দলের সঙ্গে অনুশীলনে মেসি ধরা পড়লেন ভিন্ন লুকে।

ভক্তদের হঠাৎই চমকে দিলেন লিওনেল মেসি! দাড়ি-গোঁফ ফেলে নতুন লুকে হাজির আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টার মায়ামিও মেসির ভিন্ন লুকের ছবি পোস্ট করেছে। এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে ৫-২ গোলে উড়ে যায় ইন্টার মায়ামি। চোটের ঝুঁকি এড়াতে এই ম্যাচে ছিলেন না মেসি।

 

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে খেললেও বলিভিয়ার বিপক্ষে বেঞ্চে ছিলেন মেসি। টরোন্টো এফসির বিপক্ষে মেসি খেলবেন কিনা তা নির্ভর করছে ম্যাচের আগের দিনগুলোর অনুশীলন সেশনের ওপর।