রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের হেড কোচ পোথাস

প্রকাশিত: ২১:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের হেড কোচ পোথাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে  ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই সিরিজের ম্যাচগুলো। 

তবে এই সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়ে দলের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তার দাবি, পারিবারিক কারণে কয়েক দিন ছুটিতে আছেন হাথুরুসিংহে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্তবর্তীকালীন কোচের ভূমিকায় থাকবেন সহকারী কোচ নিক পোথাস। 

আর বিশ্বকাপের জন্য দল ঘোষণার সম্ভাব্য সময়ও জানিয়ে দিলেন জালাল ইউনুস, ‘আমরা আশা করব ২৫ তারিখের মধ্যে দল দেওয়া যায় কি না। তবে ২৬ তারিখের মধ্যে অবশ্যই জেনে যাবেন।’