ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তামিমের ফিফটি, ৬২ মাসের অপেক্ষা ফুরোলো বাংলাদেশের

প্রকাশিত: ০৪:৪২, ১৭ মে ২০২২

তামিমের ফিফটি, ৬২ মাসের অপেক্ষা ফুরোলো বাংলাদেশের

অবশেষে উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেলো বাংলাদেশ দল। দীর্ঘ পাঁচ বছর বা ৬২ মাস পর প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়লেন বাংলাদেশের দুই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এরই মধ্যে ১০৯ রান যোগ করে ফেলেছেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।
নিজ শহরের মাঠে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন তামিম। জয়ও এগোচ্ছেন ফিফটির দিকে। সবশেষে ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরের গল টেস্টে শতরানের জুটি পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে তামিম ইকবাল ও সৌম্য সরকার গড়েছিলেন ১১৮ রানের জুটি।
সেই ম্যাচের পর গত ৬২ ম্যাচে ৩১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু কখনও শতরানের উদ্বোধনী জুটির দেখা পেলেনি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে তামিম-জয় এনে দিলেন উদ্বোধনী জুটিতে শতরান। দুজনই খেলছেন সাবলীলভাবে। দুজনের সামনেই বড় ইনিংস খেলার সম্ভাবনা।

গাজীপুর কথা