ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১৬ মাস পর ফিরেই টেস্ট রাঙাচ্ছেন নাঈম

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ মে ২০২২

১৬ মাস পর ফিরেই টেস্ট রাঙাচ্ছেন নাঈম

চট্টগ্রাম টেস্টর প্রথমদিনে আলো কেড়েছিলেন নাঈম হাসান। দ্বিতীয় দিনেও ব্যতিক্রম ঘটেনি। স্বাগতিকদের উপর চেপে বসা শ্রীলঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমালকে ৬৬ রানে ফেরানোর পর একই ওভারে নিরোশান ডিকেভেল্লার উইকেট তুলে নেন তিনি। ৬ উইকেটে ৩২৭ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে লঙ্কানরা।
২০১৮ সালে অভিষেকের পর ক্যারিয়ারে ৭ টেস্টে ২৫ উইকেট তুলেছেন নাঈম হাসান। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছিলেন ২২ বর্ষী অফস্পিনার। পরে আর জায়গা পাননি। দলের অন্যতম সেরা স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ চোটে পড়ায় কপাল খুলেছে। সুযোগ লুফে নিচ্ছেন নাঈম।
টেস্ট ক্রিকেটে রাজসিক প্রত্যাবর্তন বোধহয় একেই বলে! ছোট্ট ক্যারিয়ারে দুবার পাঁচ উইকেটের মুখ দেখা ক্রিকেটারকে মাঠে ফিরতে অপেক্ষায় থাকতে হয়েছে দীর্ঘ ১৬ মাস। ফেরার পর তা রাঙিয়েছেন চট্টগ্রামের ছেলে।
সবশেষ টেস্টেও উইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট শিকার করেছিল নাঈম। তবে দলে মিরাজের দাপটে বিবেচনার বাইরে চলে যান। চোটে মিরাজ নেই এই টেস্টের দলে। প্রথমদিন থেকেই লঙ্কান ব্যাটারদের ঘূর্ণিতে পরাস্ত করে আলো নিজের দিকে টেনে নিয়েছেন তরুণ টাইগার তারকা।
বাংলাদেশি বোলারদের উপর জেঁকে বসা লঙ্কানদের এদিনও বেশ ভুগিয়েছেন নাঈম। ১১৩তম ওভারে এসে তৃতীয় সাফল্য পান চট্টগ্রামের ছেলে। প্রথম বলেই চান্দিমালকে লেগবিফোরের ফাঁদে ফেলেন। চান্দিমাল রিভিউ নিলেও শেষরক্ষা হয়নি। ওভারের পঞ্চম বলে সদ্য উইকেটে আসা ডিকেভেল্লার স্টাম্প ভেঙে চতুর্থ শিকার তুলে নেন নাঈম।

গাজীপুর কথা