ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ নভেম্বর ২০২১

দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট জিততে পাাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় টাইগাররা। 

এই ইনিংসে বাংলাাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন লিটন। প্রথম ইনিংসে ১১৪ রান করেছিলেন লিটন। ইয়াসির আলি ৩৬ রান করে আহত অবসর নেন। এছাড়া সাইফ হাসান ১৮, মুশফিকুর রহিম ১৬ ও মেহেদি হাসান মিরাজ ১১ রান করেন। ইয়াসিরের কনকাশন সাব নুরুল হাসান ১৫ রান করেন। 

পাকিস্তানের পক্ষে বল হাতে ৩২ রানে ৫ উইকেট নেন পেসার শাহিন শাহ আফ্রিদি। সাজিদ খান ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন। 

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ ও পাকিস্তান ২৮৬ রান করেছিলো। ফলে প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ।

গাজীপুর কথা