ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

একই একাদশ নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ২১ অক্টোবর ২০২১

একই একাদশ নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাপুয়া নিউগিনির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি। একাদশে কোনও পরিবর্তন নেই। ওমান ম্যাচের একাদশ নিয়েই নেমেছে বাংলাদেশ।

সুপার টুয়েলভে যেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে, এমন সমীকরণ সামনে রেখে পিএনজির বিপক্ষে মাঠে নেমেছে মাহমুদউল্লাহরা। পিএনজির সঙ্গে ম্যাচ জিতলেও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে না। তবে দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে যদি ওমান হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে খেলতে পারবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সিমন আতাই, হিরি হিরি, নোমান ভানুয়া, কিপলিন দোরিগা (উইকেটকিপার), চাদ সোপার, দামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।

গাজীপুর কথা