ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এমন উইকেটে কেউ ১০-১৫ ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ : সাকিব

প্রকাশিত: ০৫:১৫, ১২ সেপ্টেম্বর ২০২১

এমন উইকেটে কেউ ১০-১৫ ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ : সাকিব

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে গত দুই সিরিজে ঢাকার উইকেটে ব্যাটসম্যানদের চরম ভোগান্তি দেখেছে ক্রিকেট বিশ্ব। ঘরের মাঠে মন্থর উইকেটের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ হারায় বাংলাদেশ। জিম্বাবুয়েতে সিরিজ জয়ের পর দেশের মাটিতে ক্রিকেটের এই দুই পরাশক্তিকে হারিয়ে টানা ৩ সিরিজ জয়ে উল্লাসিত হলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দু উইকেট। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের একটি ফিফটি ব্যাটসম্যানদের বলার মতো গল্প। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের এমন বাজে ফর্ম ভাবতে বাধ্য করছে।
তবে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের পাশে দাঁড়িয়ে বলছেন, মিরপুরের এমন মন্থর উইকেটে কোন ব্যাটসটসম্যান ১০-১৫টি ম্যাচ খেললে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে।
শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব আল হাসান বলেন, ‘এই ৯-১০টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি যে বলতে পারবেন ও ভালো করেনি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স খুব একটা গণ্য না করাই ভালো। এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। যারা দলে আছে সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও সাকিব কথা বলেছেন। সাকিব বলছিলেন, ‘আমার কাছে তো মনে হয় ভালো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি। হয়ত পিচ, উইকেট, লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। আমার মনে হয় না এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে না। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’

গাজীপুর কথা