ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রুয়েটে আইসিটি একাডেমি স্থাপন করবে হুয়াওয়ে

প্রকাশিত: ২৩:০২, ১৬ সেপ্টেম্বর ২০২২

রুয়েটে আইসিটি একাডেমি স্থাপন করবে হুয়াওয়ে

ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আরও একটি আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ)। শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক জ্ঞান ও দক্ষতা বিকাশের লক্ষ্যে এ আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করেছে চীনা প্রযুক্তি কোম্পানিটি। এ লক্ষ্যে গত মঙ্গলবার রুয়েটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে হুয়াওয়ে। রুয়েট ক্যাম্পাসের ভিসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, হুয়াওয়ে (বাংলাদেশ) পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন বিভাগের পরিচালক কার্ল ইউয়িং প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, আইসিটি একাডেমিটি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর জ্ঞান ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। হুয়াওয়ে নিজস্ব লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে রুয়েটের শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম এবং কোর্স প্রদান করবে। পাশাপাশি রুয়েট শিক্ষকরা একাডেমিতে হুয়াওয়ের সনদপ্রাপ্ত প্রশিক্ষক হওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষিত শিক্ষকরা আইসিটি একাডেমিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন। চলতি বছরের এপ্রিল মাসে বুয়েটে প্রথম আইসিটি একাডেমি চালু করে হুয়াওয়ে, এরপর গত মাসে কুয়েটে আইসিটি একাডেমি স্থাপনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি।