ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভিপিএন কি, কিভাবে কাজ করে, নিরাপত্তা, সুবিধা ও অসুবিধা

প্রকাশিত: ২০:২৩, ১৯ আগস্ট ২০২২

ভিপিএন কি, কিভাবে কাজ করে, নিরাপত্তা, সুবিধা ও অসুবিধা

ভিপিএন কি, কিভাবে কাজ করে, নিরাপত্তা, সুবিধা ও অসুবিধা

তথ্য-প্রযুক্তির সাথে জড়িত প্রায় সকল মানুষেরাই VPN নামটি শুনেছি। আবার এটি ব্যবহারও করেছি। প্রতিদিনই এর ব্যবহার বেড়ে চলেছে পুরো পৃথিবীতে। কিন্তু অনেকেই আমরা জানিনা যে ভিপিএন কি, এর সম্পূর্ণ ব্যবহার ও কাজ এবং এর পূর্ণরুপ জানিনা।

এই article এ আমরা ভিপিএন সম্পর্কে জানব।

Laptop, Screen, Table, Plant, Clock, Online, Vpn

ভিপিএন কি?

VPN এর পূর্ণরূপ  হলো  “Virtual Private Network”  (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) । Secure ভাবে অন্য একটি Network ব্যবহার করা হলো ভিপিএন এর কাজ।

তথ্য-প্রযুক্তিতে ব্যবহার হয় এমন ডিভাইসগুলোর একটি  address আছে।  যাকে IP Address বলে । এই IP Address থেকে বোঝা যায় যে আপনি কোথা থেকে কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন।

কিন্তু Virtual Private Network (VPN) ব্যবহার করলে **সহজে**  কেউ বুঝতে পারবে না আপনি কোথা থেকে কোন দেশ থেকে Internet ব্যবহার করছেন।  অর্থাৎ VPN এর মাধ্যমে আপনি Securely Internet ব্যবহার করতে পারবেন।

যখন আপনি VPN use করবেন তখন আপনি সেই ভিপিএন এর সাথে যুক্ত Server দেখতে পারবেন। Server গুলো বিভিন্ন দেশে install করা থাকে।  আপনারা যে দেশ (Server)  select  করবেন, Internet এ আপনাকে সেই location এ Active দেখাবে।  অর্থাৎ, আপনি যদি বাংলাদেশে থেকে আমেরিকা (Server) সিলেক্ট করে ভিপিএন ব্যবহার করেন তাহলে  ইন্টারনেট মনে করবে  যে আপনি আসলেই আমেরিকা থেকে ওই Network/Internet ব্যবহার করছেন।

ভিপিএন কিভাবে কাজ করে ?

ধরুন, আপনি  Facebook/Internet connected কোনোকিছু  ব্যবহার করছেন।  তখন  কিন্তু আপনার  ISP (Internet Service Provider) আপনার location দেখে সেই network এ access দেয়।

অনেক সময় অনেক ওয়েবসাইট খোলা যায় না সরকার থেকে সেগুলো কে বন্ধ করে দেওয়া হয়।  তখন কিন্তু এই ভিপিএন ব্যবহার করে সেই  blocked ওয়েবসাইট গুলো খুলতে পারেন ।

ধরুন, আপনার দেশে ফেসবুক খুলতে পারবেন না, সে ক্ষেত্রে ভিপিএন  ওপেন করে আপনাকে যে কোন একটা দেশ সিলেক্ট করতে হবে যেখানে ফেসবুক access আছে।  তারপর কিন্তু আপনারা খুব সহজে ফেসবুক খুলতে পারবেন এবং **সহজে** কেউ জানতে পারবে না যে আপনি কোন দেশের নেটওয়ার্ক ব্যবহার করছেন।

মূলত VPN এভাবে  কাজ করে থাকে।

ভিপিএন কি

ভিপিএন ব্যবহার করা কি নিরাপদ

আপনি যখন VPN ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন সেই ওয়েবসাইট আপনার Original IP Address এবং Location জানতে পারবে না। শুধুমাত্র যে Location ও IP Addresস আপনি ভিপিএন এর মাধ্যমে পেয়েছেন শুধু তাই তারা দেখতে পারবে।

তবে ভিপিএন কোম্পানি আপনার Original Internet Protocol (IP Address) দেখতে পাবে। সেক্ষেত্রে সেটি নিরাপদ বলা যেতে পারে।  কিন্তু আপনি যদি ভিপিএন ব্যবহার করে অবৈধ কাজ করেন তখন তা কিছু ক্ষেত্রে আপনার জন্য নিরাপদ হলেও সকল ক্ষেত্রে তা কিন্তু নিরাপদ নয়।

 

ভিপিএন ব্যবহারের সুবিধা :

১. VPN ব্যবহার করে আপনারা যে কোন Blocked Website ওপেন বা Access করতে পারবেন।

২. আপনারা যখন কোন Blocked Website ওপেন করবেন সেখানে কিন্তু আপনাদের Original IP Address reveal করবে না সেটা অন্য আরেকটি IP Address and Location দিয়ে mask করা থাকবে।

৩. VPN use করলে আপনাকে track করা কঠিন হবে।

 

ভিপিএন ব্যবহারের অসুবিধা :

১. বেশিরভাগ ক্ষেত্রে Free ভিপিএন সার্ভিসগুলো পুরোপুরি ব্যবহার করতে হলে আপনাকে সেই VPN Provider কে pay করতে হবে। আবার কিছু Free ভিপিএন ও রয়েছে সেগুলো ব্যবহার করলে অনেক ad আসে।

২. কোন একটি ওয়েবসাইটে ভিপিএন ব্যবহার করে বারবার Log in and Log out করছেন, তাহলে কিন্তু সেই ওয়েবসাইট আপনাকে ব্লক করে দিতে পারে । কারণ, বিভিন্ন সময় আপনি ভিপিএন থেকে পাওয়া বিভিন্ন IP Adress দিয়ে সেই ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছেন।

৩. কিছু ক্ষেত্রে ভিপিএন Server এ সমস্যা হলে আপনার ব্রাউজিং/ডাউনলোডিং slow হবে।

উপসংহারঃ

ভিপিএন-এর  অসুবিধার চেয়ে সুবিধা আরো অনেক। যা এখানে লেখা হয়নি। আরো জানতে চাইলে আপনারা ইন্টারনেট থেকে জেনে নিতে পারবেন।

আশা করি আপনারা ভিপিএন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। এর কাজ, সুবিধা, অসুবিধা, নিরাপত্তা ইত্যাদি নিয়ে জানতে পেরেছেন।