ছবি- সংগৃহীত
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অনেকেই এই অ্যাপে নিত্যদিন নানা ধরনের ছবি শেয়ার করেন। বন্ধুদের শেয়ার করা ছবি, ভিডিও দেখতেও তাদের ভুল হয় না। কিন্তু, একটানা ব্যবহারে ফলে আপনার কত ডেটা যে ইনস্টাগ্রাম থেকে থার্ড পার্টি অ্যাপগুলোতে শেয়ার হচ্ছে তার খেয়াল আছে? এই অ্যাক্টিভিটি বন্ধ করার খুব সহজ উপায়ও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক।
ইনস্টাগ্রাম লগইন করেন, রিলস দেখেন, ছবি শেয়ার করেন, কমেন্ট করেন, স্টোরি দেন, রিলস শেয়ার করেন, আরও কত কি। আর এই সব অ্যাক্টিভিটি করার সময় আপনার পছন্দের ব্যক্তি, ব্র্যান্ড, জায়গা, স্মার্টফোন, জুতা, অ্যাক্সেসরিজ, খাবারসহ একাধিক ডেটা জমা পড়ছে ইনস্টাগ্রামের কাছে। আর সেই ডেটা আপনার অজান্তে চলে যাচ্ছে একাধিক কোম্পানির কাছে।
আপনার গতিবিধি যে ইনস্টাগ্রাম তথা মেটা প্রতিনিয়ত ট্র্যাক করছে তার খেয়াল আছে? অনেকেই জানেন না তাদের ডেটা কোন কোন থার্ড পার্টি অ্যাপ বা কোম্পানির কাছে পাঠাচ্ছে ইনস্টাগ্রাম। যদিও ইউজারদের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপটি। নির্দিষ্ট উপায়ের মাধ্যমে এতদিন কোন কোন অ্যাপে ডেটা শেয়ার হয়েছে তা জানতে পারবেন এবং ভবিষ্যতে যাতে না হয় তা বন্ধ করতেও পারবেন।
ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটি দেখার পদ্ধতি
প্রথমে ইন্সটাগ্রাম প্রোফাইলে চলে যান
তারপর উপরে থ্রি লাইনে ক্লিক করে Accounts Center অপশনে ট্যাপ করুন
এবার নিচে একটি অপশন থাকবে Your Information and Permissions
সেখানে ক্লিক করতে হবে
এবার Your activity off Meta Technologies অপশনে ক্লিক করতে হবে
এখানে Recent Activity অপশনে ক্লিক করলেই জেনে যাবেন কার কার সঙ্গে ডেটা শেয়ার হয়েছে
ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটি কীভাবে বন্ধ করবেন?
ওই পেজেই তিনটি অপশন থাকবে
প্রথম অপশনে ক্লিক করে নির্দিষ্ট কোনও অ্যাপে আপনার ডেটা শেয়ারিং বন্ধ করতে পারবেন
দ্বিতীয় অপশনে পূর্বের সমস্ত অ্যাক্টিভিটি মুছে ফেলতে পারবেন
তৃতীয় অপশনে ভবিষ্যতে আপনার ডেটা যাতে শেয়ার না হয় তা বন্ধ করা যাবে
তৃতীয় অপশন অর্থাৎ Manage Future Activity -তে ক্লিক করে Disconnect Future Activity অপশনে ট্যাপ করতে হবে
এছাড়াও ইনস্টাগ্রাম কী কী সার্চ করেছেন তারও ইতিহাস বের হয়ে আসবে এই পেজে। এর জন্য Search History নামের একটি অপশনে ট্যাপ করতে হবে। ইনস্টাগ্রাম ছাড়াও ফেসবুকে কী কী সার্চ করেছেন তাও দেখা যাবে এখানে। কতদিনের জন্য সার্চ হিস্ট্রি রাখতে চান সেটিও সিলেক্ট করা যাবে।
সারা দিনে সোশ্যাল মিডিয়া তো প্রচুর ব্যবহার করেন। কিন্তু এই সেটিংস খুব কম ইউজারই জানেন। ফলে তাঁরা বুঝতেই পারেন না কীভাবে তাদের পছন্দের ব্যক্তি, ব্র্যান্ড, খাবারের ভিডিও না সার্চ করেই চলে আসছে ফিডে। এই টিপস অনুসরণ করে আপনি আপনার অ্যাক্টিভিটি বন্ধ করতে পারবেন ইন্সটাগ্রামে।