বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৩ ১৪৩০,  ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

ব্যবহারকারীদের কাঁদাতে ইউটিউবে নয়া ফিচার

প্রকাশিত: ১৪:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ব্যবহারকারীদের কাঁদাতে ইউটিউবে নয়া ফিচার

ফাইল ছবি

মন খারাপ হলে কিংবা জীবনে দুঃখ-কষ্ট আসলে প্রায় সব মানুষই কাঁদেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা এতটাই শক্ত যে কোনোরকম আঘাত তাদের কাঁদাতে পারে না। আর সেই কাজ করতেই নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে ইউটিউব মিউজিক।

ইউজারদের অভিজ্ঞতা বাড়াতে মিউজিক অ্যাপে একাধিক মুড ফিল্টার চালু করছে ইউটিউব। এই ফিল্টারগুলো হল - ক্রাই, রোমান্স, পার্টি, ফিল গুড এবং স্লিপ। এই প্রত্যেকটি ফিলটারে মোড অনুযায়ী গান রাখবে ইউটিউব। ক্রাই মুড ফিল্টারে স্যাড সং সুপার মিক্স পাওয়া যাবে।

ইউজারদের আবেগ অনুভূতি বোধ করাবে এই স্যাড সংগুলো। শুধু স্যাড সং নয়, ইউজাররা তাদের মুড অনুযায়ী একাধিক ফিল্টার বেছে নিতে পারবেন। যেমন কেউ শরীরচর্চা করলে সে ওয়ার্ক আউট মুড বেছে নিতে পারেন আবার বিশ্রাম নিতে চাইলে সে রিল্যাক্স মুড বেছে নিতে পারেন।

এই ফিচারটি পাওয়া যাবে ইউটিউব প্লেলিস্ট এর 'Your Library' সেকশনের 'Mixed For You' ট্যাবের অধীনে। অনেকটা 'Listen Again' এবং 'Similar to' অপশনের মতো। বর্তমানে ফিচারটি বিকাশধীন রয়েছে।

বর্তমানে ইউটিউব মিউজিকের ওয়েব ভার্সনে চারটি ফিল্টারই পাওয়া যায়। তবে খুব শিগগিরই ওয়েব এবং মোবাইল দুই জায়গাতেই ক্রাইসহ অন্যান্য মুড ফিল্টারগুলো যোগ হবে বলে জানা গিয়েছে।