ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আল্লাহ যেসব বান্দাকে ভালোবাসেন

প্রকাশিত: ১৭:৪১, ৩০ নভেম্বর ২০২২

আল্লাহ যেসব বান্দাকে ভালোবাসেন

ফাইল ছবি

আল্লাহ তাআলা তাঁর অনুগত বান্দাদের ভালোবাসেন। কোরআনুল কারিমের অনেক আয়াতে এমন ঘোষণা এসেছে। কিন্তু নামাজে একটি সুরা পড়লে মহান আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসের একটি দীর্ঘ বর্ণনায় সেই ঘোষণাটি ওঠে এসেছে। তাহলো-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন। তিনি যখন নামাজে তাঁর সাথীদের নিয়ে ইমামতি করতেন, তখন সুরা ইখলাস দিয়ে নামাজ শেষ করতেন। তারা যখন অভিযান থেকে ফিরে আসলেন, তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে ব্যাপারটি আলোচনা করলেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাঁকেই জিজ্ঞাসা করো কেন সে এ কাজটি করেছে? এরপর তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন, এ সুরাটিতে আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে। এ জন্য সুরাটিতে পড়তে আমি ভালোবাসি। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও, আল্লাহ তাঁকে ভালোবাসেন। (বুখারি ৭৩৭৫, মুসলিম ৮১৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজে সুরা ইখলাস পড়ার তাওফিক দান করুন। আল্লাহর ভালোবাসা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।