ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পবিত্র মসজিদে নববীতে রহমতের বৃষ্টি

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ নভেম্বর ২০২২

পবিত্র মসজিদে নববীতে রহমতের বৃষ্টি

ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মদিনার মসজিদে নববিতে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে মসজিদে নববীর সবুজ গম্বুজ ভিজে গাড় সবুজ রূপধারণ করে। এরকম ভিডিও দৃশ্য ফুটে ওঠেছে ক্যামেরায়। বৃহস্পতিবার সকালে পবিত্র নববীতে এ বৃষ্টি হয়। 

এর আগে ২০২০ সালের ২০ মে ২৭ রমজান দিবাগত রাতে পবিত্র নগরী মদিনার মসজিদে নববিতে এক আবেগঘন ঘটনা ঘটে। ওই দিন মুষলধারে বৃষ্টি নেমে আসে। বৃষ্টির সময় মসজিদে নববিতে তারাবিহ নামাজ পড়াচ্ছিলেন প্রসিদ্ধ ইমাম শায়খ ড. সালাহ আল-বুদাইর। নামাজেই তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন।

বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তিনি তারাবিহ নামাজের শেষ ৪ রাকাআত পড়াচ্ছিলেন। সুরা ইয়াসিনের ৫৫ নং আয়াত থেকে তেলাওয়াতের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।  হু হু করে কাঁদতে থাকেন। মনে হয় যেন বাইরের মুষলধারের বৃষ্টি মসজিদে নববির এ ইমামের চোখ থেকেই ঝরছিল। এভাবেই আবেগপ্রবণ কান্নায় তিনি সুরা ইয়াসিনের ৫৫ থেকে ৭০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন।

সচরাচর মদিনায় এভাবে মুষলধারে বৃষ্টি হয় না।