
ছবি: সংগৃহীত
বিশিষ্ট সৌদি ইসলামিক স্কলার এবং সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য শেখ আবদুল্লাহ আল-মানেয়া বলেছেন, কিস্তিতে সোনা বিক্রি করা জায়েজ নয়।
পণ্ডিতের রায় এমন সময়ে এসেছে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিস্তিতে সোনা এবং রৌপ্য বিক্রির স্কিম এবং অফারগুলি প্রচার করা হচ্ছে।
সৌদি গেজেটকে দেয়া সাক্ষাতে আল-মানেয়া বলেন, স্বর্ণ ও রৌপ্য কেনা এবং কিস্তিতে অর্থ প্রদান করা, যার মধ্যে তাৎক্ষণিক কেনাকাটা এবং পরে কয়েক মাসের মধ্যে অর্থ প্রদান করা অনুমোদিত নয়।
নিষেধের কারণ হল এটাকে রিবা আনাসিয়াহ (ঋণে বিক্রির সুদ) বলে মনে করা হয়। এটা এক ধরনের সুদ যা ইসলামী শরীয়াহ দ্বারা নিষিদ্ধ, তিনি উল্লেখ করেন, স্বর্ণ অবশ্যই মূল্যের প্রস্তুত অর্থ প্রদানের সঙ্গে গ্রহণ করতে হবে।
আল-মানেয়া জোর দিয়ে বলেন, এই ধরনের ‘কিস্তি’ শরিয়ত দ্বারা নিষিদ্ধ। মূল্যের কোনো অংশের পেমেন্ট স্থগিত করা বা স্বর্ণ গ্রহণে বিলম্ব করা জায়েজ নয়।
অনেক ইসলামী আইনবিদ পূর্বে রায় দিয়েছেন যে সোনা কিস্তিতে বা ঋণের ভিত্তিতে বিক্রি করা যাবে না, বরং স্বর্ণ এবং মূল্য উভয়ই ঘটনাস্থলে পৌঁছে দিতে হবে।