ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নারীদের নাক-কান ছিদ্র করা ইসলামে জায়েজ কি না

প্রকাশিত: ১৮:১৫, ২২ সেপ্টেম্বর ২০২২

নারীদের নাক-কান ছিদ্র করা ইসলামে জায়েজ কি না

নারীদের নাক-কান ছিদ্র করা ইসলামে জায়েজ কি না

নারীদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে? ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসায় এ প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

তিনি বলেন, নারীদের নাক-কান ছিদ্র করে অলংকার ব্যবহার করার বিষয়টি জায়েজ আছে। এভাবে নারীদের সৌন্দর্য বর্ধন করা জায়েজ। এটা নিয়ে কোনো সংশয় নেই। এটা করলে নারীদের সৌন্দর্য নষ্ট ও সৃষ্টিগত কোনো বিকৃতি হয় না। তাই এটি জায়েজ আছে। যদি সৃষ্টিগত কোনো সৌন্দর্য নষ্ট হয় তখন সেটা নারী-পুরুষ কারও জন্যই জায়েজ নেই। 

আবার নারীদের জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য নাক-কান ছিদ্র করা জায়েজ হলো পুরুষদের জন্য নয়। এটা শুধু নারীদের জন্য। ইসলামে একটা নীতিই আছে পুরুষ নারীদের মতো সাজবে না আবার নারীদের পুরুষদের মতো সাজবে না। এটাই মূল কথা।