ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জেনে নিন অভাব-অনটন দূর করার দোয়া

প্রকাশিত: ১২:১১, ১৯ আগস্ট ২০২২

জেনে নিন অভাব-অনটন দূর করার দোয়া

ছবি: সংগৃহীত

জীবনে ধনসম্পদের প্রাচুর্য ও হালাল বিত্ত-বৈভব আল্লাহর তাআলার নেয়ামত। আল্লাহ তায়ালা বান্দাকে মাঝে মধ্যে পরীক্ষায় ফেলেন। আমরা দুর্বল ঈমানদার হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ধৈর্যহারা হয়ে পড়ি। 

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন পরিস্থিতিতে আমাদের এই দোয়াটি পড়ার প্রতি উদ্ধুদ্ধ করেছেন। আশা করা যায়- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা এর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আমাদের অভাব-অনটন দূর করে দেবেন। 

দোয়াটি হলো-

اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি।

হজরত আবদুল্লাহ রাদিআল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়া পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭০৭৯)