ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তবুও দুপুর হয়

প্রকাশিত: ১৫:৫১, ১৯ মার্চ ২০২২

তবুও দুপুর হয়

তবুও দুপুর হয়

---অসীম বিভাকর

অদ্ভুত ছায়া এসে ঢেকে দেয় রোদ;

বিষণ্ণ বিকেল ভিড় করে খেয়াঘাটে।

ঘুড়িটা হারিয়ে যায় মেঘের আড়ালে;

ক্ষুধার্ত বিড়াল তার নিজ দেহ চাটে।

দল বেঁধে কতো লোক চলে একা একা;

গোপনে গভীর হয় জোসনার ক্ষত।

প্রবাল কী অভিমানে ছেড়ে যায় গৃহ

উত্তাপে গলে পড়া বরফের মত।

তবুও দুপুর হয় ঘুঘুদের ডাক শুনে শুনে;

রাতের অচেনা সুর একদিন হয়ে যায় চেনা।

আগামীর আল্পনা আঁকা হয় মৌন দেয়ালে;

আলপথ ছুঁয়ে ছুঁয়ে শোধ হয় শিল্পের দেনা।

গাজীপুর কথা

আরো পড়ুন