ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ময়লার ভাগাড়ে জীবন অতিষ্ঠ

প্রকাশিত: ০৭:৫৮, ১৬ মার্চ ২০২২

ময়লার ভাগাড়ে জীবন অতিষ্ঠ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরার চালা ও বেড়াইদের চালা গ্রামের সংযোগস্থল; বহেরার চালা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ব্রীজের পাশে ময়লার ভাগাড় তৈরি করা হয়েছে। আশেপাশের আবাসিক এলাকার সকল ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। জন্ম নিচ্ছে মশা-মাছি; ছড়াচ্ছে বিভিন্ন প্রকার রোগ জীবাণু। ময়লার দুর্গন্ধে চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নাক চেপে ধরে যেতে হচ্ছে।
সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার মানুষ। জনবসতি ও গুরুত্বপূর্ন স্থানে ময়লা আর্বজনা ফেলে স্তপ করে রাখছে পরিচ্ছনতাকর্মীরা। মাস্ক পরার পরও নাক চেপে না ধরে চলার উপায় নেই। পরিবেশ, প্রকৃতি সুন্দর করলেই আমরা সুন্দরভাবে বাঁচবো। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের  সচেতন ও কর্তব্যনিষ্ঠ হওয়া জরুরি। 

লেখক: ইস্রাফিল আকন্দ ইব্রাহীম 
লেখক ও সমাজকর্মী

গাজীপুর কথা

    আরো পড়ুন