ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভাঙা ব্লেডে বন্দি মুরগা জবাই!

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ ডিসেম্বর ২০২১

ভাঙা ব্লেডে বন্দি মুরগা জবাই!

সম্প্রতি দেশ-বিদেশের নেটিজনরা ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে খুবই মজা করছেন। সাংবাদিক বন্ধুদেরও ঘুম হারাম। মজা করা বা ঘুম হারামের কারণও আছে, ক্ষমতায় থাকলে জ্বী হুজুর! জ্বী হুজুর! না থাকলে শালা বলার অভ্যাস বাঙালির আদি কালের। প্রয়াত এরশাদ সরকারের যখন পতন ঘটে, তখন কত নেতি-ফেতিদের অশালীন উচ্চারণে দেশটা নর্দমায় পরিনত হয়েছিল। কিন্তু তা যে রাজনৈতিক শিষ্টাচার নয়, তা সবারই জানা। তারপরও কেনো এমনটা হয়েছে? উৎসুক বাঙালির মজার খোরাক হিসাবে।

মুরাদ হাসান সরকারের মন্ত্রী পরিষদে থেকে অশালীন, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রেখে গোটা জাতিকে হেয় প্রতিপন্ন করেছেন, বিষয়টি যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে পরেছে,তখনই তিনি তাঁকে (মুরাদকে) মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। সে পদত্যাগ করেছেন। এখনও তিনি সংসদ সদস্য, বাংলাদেশের নাগরিক। তার বিরুদ্ধে কেউ এখন পর্যন্ত মামলা করেনি, মামলার পর দোষী না নির্দোষী তা আদালতে প্রমাণ হবার পর আইন অনুযায়ী সাজা পাবেন। কিন্তু ঘৃণা জানানোর বাঙলি প্রক্রিয়াটা সভ্য দেশের জন্য দুঃখজনক নয় কি? ধরে নিলাম তার মতো অপরাধি পৃথিবীতেই নেই। তাই বলে উৎসুকরা তো তার মতো হতে পারে না। তবে কি ধরে নেবো আমরা সবাই মুরাদ! গৌরব ও গর্বের সাথে বলছি, শেখে হাসিনার মত ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে জাতি পেয়েছেন বলেই মুরাদের অসভ্যতা বরদাস্ত হয়নি। বিএনপির মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যটির লিংক দেখেছি, যে উচ্চারণ তিনি করেছেন, তা বর্ণনা করাও গর্হিত অপরাধের শামিল। অপেক্ষা করলাম, আর না হোক রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠায় এই আলাল সাহেবকে বিএনপির কেউ তাঁকে দল থেকে বহিষ্কার বা ক্ষমা চাওয়ার জন্য দাবী তুলে কি-না? না তুলেনি, তুলবেও না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তফাৎ শুধু এইটুকুই। যারা মুরাদের অপরাধে বিচার চান, তারা আইন আদালতে যেতে পারেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উস্কানী কেনো হচ্ছে? তবে মুরাদের পদত্যাগের পর স্থানীয় আওয়ামীলীগের "মুরাদ বিরোধীরা" যে উল্লাস করছে তাতে যতটুকু খুশি হয়েছি, তার চেয়ে শতগুণে খুশি হতাম বিএনপি'র মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন বক্তব্য ঘিরে যদি তারা আদালতে যেতেন। যায় নি, কারণ আমি-আমরা, তারা-ওরা একটি কাজই পারি, যা ভাঙা ব্লেডে বন্দি মুরগা জবাই।
লেখক : শিক্ষক ও নাট্যকার।

গাজীপুর কথা

    আরো পড়ুন