ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জয় শেখ হাসিনা

প্রকাশিত: ০৮:২৭, ৩১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৮:০০, ৩০ ডিসেম্বর ১৯৯৯

জয় শেখ হাসিনা

জন রায়ে বিএনপির বোল্ড আউট পরাজয়। উন্নয়নের সুনামীতে ভরাডুবি। আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের কাছে নাকানি চুবানি। আসলে কি শিরোনামে উল্লেখ করবো ঠিক করতে কষ্ট হচ্ছে। আওয়ামী লীগ তৃতীয় বারের মত সরকার গঠন করবে এটা নিশ্চিত ছিলাম। কারন গাজীপুর সিটি নির্বাচনে দায়িত্ব পালন করেই তা টের পেয়েছি। কিনতু ডঃ কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট তথা বিএনপির এই ভরাডুবি বহুদিন রাজনৈতিক বিশ্লেষকদরে চিন্তার খোরাক জোগাবে। 
নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হয়েছে। আমি গাজীপুর ২ আসনের টঙ্গী অঞ্চলে ১৩টি কেন্দ্রে ঘুরেছি। কেন্দ্রের বাহিরের পরিস্থিতি ছিল অত্যন্ত স্বাভাবিক। প্রতিটি কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে।  ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দিপনাও ছিল। আর এরশাদ নগর বস্তি কলোনীতে রীতিমত উৎসবের আমেজ দেখলাম। 

আওয়ামী লীগের বিজয় যুক্তি সঙ্গতভাবেই হয়েছে। এজন্য বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ সুপরিকল্পিতভাবে নির্বাচনী প্রস্তুতি ছিল। একমুহুর্তের জন্যও মহাজোট প্রার্থীরা ঢিলেমি করেননি। না প্রচারণা না সাংগঠনিক কর্মকান্ড। সর্বোপরী উন্নয়নের দৃশ্যমান ছবি এবং ভবিষ্যত রুপকল্প ভোটারদের সিদ্ধান্ত নিতে সহযোগীতা করেছে। 
বিএনপির পরাজয়ের পিছনে শতটা কারন। তাদের প্রচারণা বলতে ছিল আওয়ামী লীগের কুৎসা গাওয়া। নিজেদের কোন ভাল কাজ বা ভবিষ্যৎ পরিকল্পনা ভোটারের কাছে তুলে ধরতে পারেনি। একজন দূর্ণীতিতে সাজাপ্রাপ্ত দলীয় প্রধানকে বড় করে দেখানোটাও বুমেরাং হয়েছে। নির্বাচনে মনোনয়ন বাণিজ্য কর্মীদের মনে চির ধরায়। নির্বাচনের দিনতো বিএনপি বলে কোন দল আছে তা বুঝারই উপায় ছিল না। কেন্দ্রের বাহিরে ধানের শীষের ভোটার স্লিপ বিলি করার কোন ব্যবস্থা দেখিনি। কেন্দ্রে পোলিং এজেন্ট ছিল। দুপুরের পর তাদের অধিকাংশই সটকে পরে। একজন সাংবাদিক প্রশ্ন করায় উত্তর ছিল, ভবিষ্যতে এলাকায় বসবাসতো করতে হবে। কর্মীদের সাহস জোগানো কোন সিনিয়র নেতাকেও দেখা যায়নি। যাদের নিজেদেরই দাড়াবার স্থান নেই। আর যাই হোক জনগণ এমন আনাড়ি নেতৃত্বে আস্থা রাখবে না এটাই স্বাভাবিক। দিন শেষের ফলাফলে বিশ্ববাসী তাই দেখেছে।  
তফশিল ঘোষণার পর থেকে প্রতিদিন একটি করে নিবন্ধ লিখেছি। তা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সেসবের অধিকাংশই ছিল বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার প্রত্যাসা ব্যক্ত করে। অত্যন্ত সফলভাবে সেই প্রত্যাসা পুরন হলো। এখন সামনে এগিয়ে যাবার পালা। ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান আসুন জন রায় মেনে নিয়ে দেশ গড়ায় অংশ গ্রহন করি। 
বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোটের বিজয়ে অভিনন্দনের একটি ভাষাই মনে আসছে। জয় শেখ হাসিনা। জয় শেখ হাসিনা। জয় শেখ হাসিনা।
 

গাজীপুর কথা

আরো পড়ুন