ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে

প্রকাশিত: ১৬:৫৯, ২০ জানুয়ারি ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের একাংশ বন্ধ করে মেরামত কাজ চালানোয় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সূত্র জানিয়েছে।

মহাসড়কের চান্দিনা অংশে সরেজমিনে দেখা গেছে, রাস্তার একপাশ বন্ধ রেখে মেরামত কাজ চলছে। এ কারণে আরেক পাশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। এতে সড়ক সংকুচিত হয়েছে, আটকা পড়ছে গাড়ি।

অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসারে উল্টোপথে সড়ক বিভাজকের উপর দুর্ঘটনাকবলিত ট্রাক আটকা পড়ে থাকতে দেখা গেছে। এ কারণে সেখানেও যানজট ব্যাপক আকার ধারণ করেছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু বলেন, সকাল সাড়ে ১১টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। যানজটের কারণে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পৌঁছাতে পারিনি।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার এমনিতেই যানবাহনের চাপ থাকে। এর মধ্যে এক লেন বন্ধ রেখে মহাসড়ক মেরামতের কাজ চলছে। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের দুটি টিম যানজট নিরসনে কাজ করছে।

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি জানান, এখন শুষ্ক মৌসুম হওয়ায় মেরামত কাজ এগিয়ে নিতে হচ্ছে। এক লেনে গাড়ি চলছে। যানজটে মানুষের সাময়িক অসুবিধা হচ্ছে। আমরা দুঃখিত। শিগগিরই মেরামতের কাজ শেষ করার চেষ্টা চলছে।

গাজীপুর কথা

আরো পড়ুন